দেশজুড়ে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামলে আবারও চাঙা হবে দেশের অর্থনীতি

বর্তমান সময় সংকটময় সেটা বাংলাদেশের মানুষ জানে। কারণ সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। তবে এ অবস্থা থাকবে না জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি বলেন, সারাবিশ্বের থেকে আমরা এখন পর্যন্ত অনেক ভালো আছি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেমে গেলে দেশ আবারও অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাবে।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন যাতে আওয়ামী লীগ সরকার আর না করতে পারে এজন্য একটা বিরোধী শক্তি কাজ করে যাচ্ছে। তারা দেশের শান্তি নষ্ট করতে চায়। এমনকি বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য প্রস্তুত থাকে তারা। এই দিকে আমাদের সকলকে সর্তক থাকতে হবে।

ফরিদুল হক বলেন, এক বছর পর জাতীয় নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে একটা অশুভ শক্তি দেশে অনেক কিছুর চেষ্টা করতে পারে। এ অশুভ শক্তি যাতে তাদের এই শক্তিটা প্রয়োগ করতে না পারে এই জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী জনপ্রতিনিধি ও দেশের সাধারণ জনগণ ঐক্যবদ্ধ থাকতে হবে। সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, নাদের বখত প্রমুখ।

লিপসন আহমেদ/এসজে/এএসএম