দেশজুড়ে

সাতক্ষীরায় আওয়ামী লীগের আনন্দ মিছিল

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশমবারের মতো সভাপতি ও ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাতক্ষীরায় আনন্দ মিছিল হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে এ আনন্দ মিছিল বের হয়।

বিকেল ৩টায় শ্যামনগর সরকারি মহসিন কলেজের গেট থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর জে সি কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম আকবর কবীরের নেতৃত্বে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম