বরগুনায় গোপন বৈঠক চলাকালে সাবেক জামায়াতে ইসলামীর আমির তৈয়ব আলীকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরগুনা পৌর শহরের কেজি স্কুল সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। তৈয়ব আলী বামনা উপজেলার ছোনবুনিয়া এলাকার মৃত আমীর মল্লিকের ছেলে।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মিলন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন বৈঠক হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়েতের সাবেক আমির তৈয়ব আলীকে আটক করেছি। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান।
তিনি আরও বলেন, বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে ২০১৫ ও ২০২২ সালে দুইটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেএস/এমএস