আবারো ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। দেশটির পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার রাতে আঘাত হানা এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর হিন্দুস্তান টাইমস।দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা বলছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল গোরখা জেলা। গত বছরের ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূকম্পনেরও কেন্দ্র ছিল গোরখা। দেশটির ইতিহাসে ভয়াবহ ওই কম্পনে ৯ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ধ্বংসস্তুপে পরিণত হয় পুরো নেপাল। তবে রোববারের কম্পনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কিত লোকজনকে ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসতে দেখা গেছে।এসআইএস/এবিএস