দেশজুড়ে

মাগুরায় সংঘর্ষে আহত ২৫

মাগুরা সদর উপজেলার রায়গ্রামে জমি দখল নিয়ে সংঘর্ষে দু`দলের ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১১ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ৬টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।আহতরা জানান, ওই গ্রামের আইয়ুব মন্ডল ও ছাকাওয়াত মন্ডলের মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। সোমবার আইয়ুব মন্ডলের ছেলে তিলাব মন্ডল নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ছাকাওয়াত মন্ডলের সমর্থকরা তাকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই জোয়াদ আলী (৩৩), জুবায়েদ আলী (৪০), আকরাম মন্ডল (৪৫), মুরাদ মন্ডল (২৫), আলাম (৪০), তিলাব মন্ডল (৫৫), কাফুর (২৫), সোহেল (২২) এবং শরিফা খাতুন (৪৫) গুরুতর আহত হন।মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আরাফাত হোসেন/এফএ/এসএস/এবিএস