দেশজুড়ে

নারায়ণগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শাহাদাত (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে শহরের নিউ মডেল টাউন এলাকার একটি বাসা থেকে তার উদ্ধার করা হয়।

শাহাদাত উপজেলার উচিৎপুরা ইউনিয়নের আলীসাদী কান্দাপাড়া গ্রামের সাফি মাজির ছেলে। আড়াইহাজার বাজারের তার কাপড় ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের নিউ মডেল টাউন এলাকার আবু কালামের বাড়িতে ভাড়া থাকতেন শাহাদাত। বুধবার রাতের কোনো এক সময় ঘরের আড়ার সঙ্গে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

দুপুরে তার সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখে মরদেহ ঝুলতে দেখেন। খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসার পর বিস্তারিত জানা যাবে।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম