যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু ও এইচ আর তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু।
বাকি নির্বাচিত হলেন, সহ-সভাপতি প্রদীপ ঘোষ, যুগ্ম-সম্পাদক ইমরান হাসান টুটুল, কোষাধ্যক্ষ সফিক সায়ীদ, সদস্য পদে জয়ন্ত বসু ও রেজাউল করিম রুবেল বিজয়ী হয়েছেন।
এদিকে নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ নেতৃবৃন্দ।
মিলন রহমান/আরএইচ/জেআইএম