দেশজুড়ে

খাগড়াছড়িতে হাজারো ভিক্ষুকে পিণ্ড দান

হিংসা হানাহানি বন্ধ ও ভ্রাতৃত্বে বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বৌদ্ধ ভিক্ষুদের নিয়ে খাগড়াছড়িতে আয়োজন করা হয়েছে ‘হাজারো ভিক্ষুকে পিণ্ড দান’ ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালের দিকে ঘন কুয়াশার মধ্যে খাগড়াছড়ির মধুপুরে ধর্মীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

শীতের সকালে খাগড়াছড়ির সবচেয়ে বড় এ অনুষ্ঠানে বিভিন্ন বৌদ্ধ বিহারের অন্তত এক হাজার ২০০ বৌদ্ধ ভিক্ষু যোগ দেয়। আয়োজন করা হয় দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের। পাহাড়ি জেলা খাগড়াছড়িতে একসঙ্গে হাজারেরও অধিক ভিক্ষুকে পিণ্ডদান এটিই প্রথম।

এসময় সমবেত পঞ্চশীল গ্রহণ, বৌদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান ও হাজার প্রদীপ দান করা হয়।

খাগড়াছড়িতে প্রথমবারের মতো আয়োজিত পিণ্ডদান অনুষ্ঠান পুণ্যলাভের আশায় জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার বৌদ্ধ ধর্মাবলম্বীরা যোগ দেয়। এসময় সমবেত পূর্ণাথীদের উদ্দেশে ধর্মীয় দেশনা দেন বৌদ্ধ ভিক্ষুরা।

বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর মংনু মারমা বলেন, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া ও প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে এরকম আয়োজন প্রতি বছর অনুষ্ঠিত হলেও আমাদের এখানে এতো বড় আয়োজন এটাই প্রথম। পিণ্ড দানের মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পঞ্চকর্ম লাভ করে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া বলেন, এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সাম্প্রদায়িক-সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করবে।

মুজিবুর রহমান ভুঁইয়া/জেএস/এএসএম