দেশজুড়ে

জামালপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১২.২, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

জামালপুরে বেড়েই চলেছে শীতের প্রকোপ। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জেলার প্রতিটি এলাকা। দিন গড়িয়ে বিকাল হলেও দেখা নেই সূর্যের। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলেও ব্যাঘাত ঘটছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের জামালপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি ও নেত্রকোনায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে।

স্থানীয়রা জানান, চারিদিকে কনকনে শীত। সূর্য মাঝে মধ্যেই উঁকি দিচ্ছে। বাইরে বের হলে গরম কাপড় ছাড়া বের হওয়া প্রায় অসম্ভব। ঘরে থাকা মানুষরা গরম কাপড়ে বাড়তি আরাম পেলেও চরম দুর্ভোগ পোহাচ্ছেন ফুটপাতের বাসিন্দারা। কুয়াশা ঘেরা কনকনে ঠান্ডায় নিম্ন আয়ের এসব মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, আগামী দুই একদিন উত্তরে ও দক্ষিণ-পশ্চিমে আবহাওয়া একটু অবনতি হতে পারে, তবে খুব বেশি নয়। এর চেয়ে আর অবনতি হওয়ার সম্ভাবনা নেই।

মো. নাসিম উদ্দিন/জেএস/এএসএম