দেশজুড়ে

গ্রাম পুলিশ ছোট ভাইয়ের পরিবর্তে ডিউটি করেন বড় ভাই

ছোট ভাইয়ের পোশাক পড়ে গ্রাম পুলিশের দায়িত্ব পালন করছেন তার বড় ভাই। ছোট ভাই এখন চাকরি করছেন অন্য একটি প্রতিষ্ঠানে। এ ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিষয়টি পুলিশের নজরে আসার পর ঘটনাটি জানাজানি হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বিষ্ণুপুর ইউনিয়নে গ্রাম পুলিশের চাকরি পায় শ্রীধরকাটি গ্রামের মৃত বাবুর আলীর ছেলে জিয়াউর রহমান শিকারী। তবে তিনি বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে গাজীপুরে কর্মরত। সেখানে তিনি কাজ করছেন ছয় বছর ধরে। এজন্য তার গ্রাম পুলিশের পোশাক পরে ইউনিয়ন পরিষদ ও থানায় ডিউটি হাজিরা দিয়ে থাকেন তার আপন বড় ভাই আসাদুজ্জামান শিকারী। তবে মাসিক বেতন ভাতা উত্তোলনের সময় জিয়াউর রহমান থানায় উপস্থিত হন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ছোট ভাইয়ের পরিবর্তে গ্রাম পুলিশের পোশাক পরে থানায় হাজিরা দিতে আসেন বড়ভাই আসাদুজ্জামান শিকারী। তিনি ছোট ভাই জিয়াউর রহমানের পরিবর্তে থানায় হাজিরা দিতে এসেছেন এমন খবর জানতে পেরে থানার উপ পরিদর্শক মোরশেদ হোসেন তাকে থানা থেকে বের করে দেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোরশেদ আলী জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার দুপুরে আসাদুজ্জামান শিকারী তার ছোট ভাই গ্রাম পুলিশ জিয়াউর রহমানের পরিবর্তে থানায় হাজিরা দিতে আসেন। তখন বিষয়টি আমার নজরে আসে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 আহসানুর রহমান রাজীব/জেএস/জেআইএম