যশোরে ঐতিহ্যের গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের পশ্চিমপাড়া মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ৪৮টি গরুর গাড়ি আট দলে প্রতিযোগিতা করে। গাড়িপ্রতি টোকেন মূল্য ধরা হয় ৫০০ টাকা। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন জলকর গ্রামের বিল্লাল হোসেন, দ্বিতীয় শুকদেবনগরের নজরুল মুন্সি ও তৃতীয় চৌগাছার আবির।
এছাড়া এনায়েতপুরের ইমান আলী, বারোবাজারের সফিয়ার রহমান, কাঠামারা গ্রামের মিজানুর রহমানকে সান্ত্বনা পুরষ্কার দেওয়া হয়।
মিলন রহমান/আরএইচ/জেআইএম