২০১৯-২০ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি’র জন্য নির্বাচিত হয়েছে ৭১টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপের রয়েছে পাঁচটি প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের (রপ্তানি-৪ শাখা) এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে কৃষি প্রক্রিয়াজাত পণ্য (তামাক ব্যতীত) খাতের সবকটি পদক অর্জন করেছে প্রাণ-আরএফএল। এই ক্যাটাগরিতে স্বর্ণপদক পাচ্ছে প্রাণ ডেইরি লিমিটেড, রৌপ্যপদক প্রাণ এগ্রো লিমিটেড এবং ব্রোঞ্জপদক পাচ্ছে হবিগঞ্জ এগ্রো লিমিটেড।
এছাড়া প্লাস্টিক পণ্য খাতে রৌপ্যপদক পাচ্ছে প্রাণের ডিউরেবল প্লাস্টিক লিমিটেড এবং ব্রোঞ্জ পদক পাচ্ছে বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড।
এবার সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার পাচ্ছে ইউনিভার্সেল জিন্স লিমিটেড।
আইএইচআর/জেআইএম