ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী।সোমবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাচন সংশিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি।নির্বাচন কমিশনার বলেন, কোনো দুষ্কৃতিকারী নির্বাচন বানচালের চেষ্টা যেনো না করতে পারে সেদিকে খেয়াল রাখতে এবং প্রশাসনের ভেতর যদি কোনো কর্মকর্তা-কর্মচারী নির্বাচন সংক্রান্ত অসৎ উদ্দেশ্যে জড়িত থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময় প্রার্থী, ভোটার এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে একটি সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেন তিনি।জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে, জেলা পুলিশ সুপার, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসিসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শওকত আলী বাবু/এআরএ/এবিএস