ম্যাকলরিনের জন্ম ১৯০৯ সালে। ১০৬ বছর বয়সেও দিব্যি নেচে চলেছেন। তার এই নাচের রহস্য জানালেন নিজেই। হোয়াইট হাউজে একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের সঙ্গে নিজেদের ইতিহাসের স্বাক্ষী হতে হাজির হয়েছিলেন তিনি। সেখানে ওবামা দম্পতির সঙ্গে নাচে অংশ নেন ম্যাকলরিন। ভার্জিনিয়ার বাসিন্দা ম্যাকলরিনের হোয়াইট হাউজ দর্শনের স্বপ্ন পূরণ হয়েছে। হোয়াইট হাউজে পৌঁছে ওবামা দম্পতিকে দেখে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। রোববার হোয়াইট হাউজের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ম্যাকলরিন ওবামা দম্পতির সঙ্গে নাচছেন। ম্যাকলরিন বলেন, তিনি কখনোই চিন্তা করতে পারেননি যে একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। সাজসজ্জায় অত্যন্ত পরিপাটি এই নারী মিশেল ওবামার সঙ্গে নাচতে নাচতে বলেন, একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ও তার কৃষ্ণাঙ্গ স্ত্রী। এবং এখানে আমি উপস্থিত হয়েছি কৃষ্ণাঙ্গদের ইতিহাস উদযাপন করতে।মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে এক ভিডিওতে ম্যাকলরিন বলেন, আমি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করতে ইচ্ছুক, পুরো পরিবারের সঙ্গে সাক্ষাত করতে চাই; কিন্তু আমি জানি না এটা কীভাবে সম্ভব।"পরে হোয়াইট হাউজের পক্ষ থেকে প্রেসিডেন্টের সঙ্গে কৃষ্ণাঙ্গ ওই নারীর সাক্ষাতের ব্যবস্থা করা হয়।ভিডিও-
এসআইএস/এবিএস