দেশজুড়ে

লক্ষ্মীপুরের প্রবীণ সাংবাদিক কাউছার মারা গেছেন

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএনবাংলা-এটিএন নিউজের প্রতিনিধি মো. কাউছার (৫৫) মারা গেছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঢাকার বাংলাদেশ-জাপান মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্র জানায়, সাংবাদিক কাউছার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসা জন্য রাজধানীর বাংলাদেশ-জাপান মৈত্রী হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল জাগো নিউজকে বলেন, সিনিয়র সাংবাদিক কাউছারকে হারিয়ে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার প্রথম জানাজা রোববার সকাল ৯টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে ও দ্বিতীয় জানাজা লাহারকান্দি ইউনিয়নের বাড়িতে সকাল১০ টায় অনুষ্ঠিত হবে।

কাজল কায়েস/এসজে/এমএস