দেশজুড়ে

নতুন বইয়ের অপেক্ষায় মাধ্যমিকের শিক্ষার্থীরা

নতুন বছরের প্রথম দিন আড়ম্বরপূর্ণভাবেই গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে মাধ্যমিকের কেন্দ্রীয় বই উৎসব। রোববার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর বই উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এদিকে বই নিতে সকাল থেকে বিদ্যালয় মাঠে আসতে শুরু করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিকের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে আছেন অভিভাবকরাও। সবার মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। নতুন বই হাতে পাওয়ার অপেক্ষায় আছেন তারা।

শিক্ষার্থীরা জানায়, নতুন বছরে নতুন বই পাবো। শিক্ষামন্ত্রী আমাদের হাতে বই তুলে দেবেন। এর আনন্দই অন্যরকম।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে উদ্বোধনীতে আছেন বিশেষ অতিথি আছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান ও গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ অনেকে।

গাজীপুর জেলার প্রাথমিক পর্যায়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৬ লাখ ১২ হাজার ৩৫১ জন শিক্ষার্থীর হাতে ২৫ লাখ ৪০ হাজার ২৩৪টি বই এবং মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৬ লাখ ৯২ হাজার ৭৩০ শিক্ষার্থীর হাতে মোট ২৭ লাখ ৭৬ হাজার ৬৮৯টি বই বিতরণ করা হবে।

আমিনুল ইসলাম/এসজে/এমএস