জোকস

আজকের কৌতুক: চোর যখন বাংলা সিনেমার পাগল

আজকের কৌতুক: চোর যখন বাংলা সিনেমার পাগল

চোর যখন বাংলা সিনেমা পাগলচোর: জলদি, পুলিশ আসছে! জানালা দিয়ে লাফিয়ে পড়।সহকারী: ক্যান ওস্তাদ? পেছনেও তো দরজা আছে।চোর: বাংলা সিনেমায় তাই করে।সহকারী: কিন্তু ওস্তাদ, আমরা যে এখন তের তলায় আছি।চোর: দুর গাধা! এখন কি কুসংস্কার নিয়ে মাথা ঘামানোর সময়?

Advertisement

****

ভয়ে চুল খাড়াসেলুনে চুল কাটাতে গেছেন এক নেতা। নাপিত কাঁচি চালাতে চালাতে বলছেন, ‘স্যার, শুনলাম জনগণ নাকি আপনার ওপর খুব খ্যাপা। যে কোনো দিন আপনার বাড়িতে হামলা চালাবে! আপনি নাকি ঘুষের টাকা দিয়ে সম্পদের পাহাড় বানাইছেন…।’নেতা ধমক দিকে বললেন, ‘এই ব্যাটা, চুপ থাক।’

পরদিন নাপিতের কাছে চুল কাটাতে এলেন এক সরকারি কর্মকর্তা। নাপিত তার চুল কাটতে কাটতে বললেন, ‘স্যার, দুদক নাকি আপনারে খুঁজতেছে! যে কোনো দিন ক্যাক কইরা ধইরা জেলে ঢুকায় দিব! আপনি নাকি দুর্নীতি করেন!’সরকারি কর্মকর্তাও নাপিতকে ধমক দিয়ে চুপ করালেন।

Advertisement

কয়েকদিন পর নাপিতের দোকান ঘেরাও করলো পুলিশ। নাপিতকে আটক করে বলল, ‘এই ব্যাটা, তুই নাকি তোর কাস্টমারদের আজেবাজে কথা বলিস? তোর উদ্দেশ্য কী?’নাপিত আমতা আমতা করে বললেন, ‘স্যার! এসব কথা বললে ভয়ে ওনাদের চুল খাড়া হয়ে যায়। আমার চুল কাটতে সুবিধা হয়। তাই বলি!’

****

ঋণ নিয়ে বিয়েব্যাংক কর্মকর্তাকে বলছেন শামছু মিয়া, আমি ১০ লাখ টাকা ঋণ নিতে চাই।কর্মকর্তা: কী উদ্দেশ্যে ঋণ নেবেন?শামছু: এই টাকা দিয়ে আমি গাড়ি কিনব।কর্মকর্তা: ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তবে আগেই বলে রাখি, আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দিতে না পারেন, ব্যাংক আপনার গাড়ি নিয়ে নেবে।শামছু: ইশ্! আগে বলবেন না? আগে জানলে আমি ঋণ নিয়ে বিয়ে করতাম!

কেএসকে/জেআইএম

Advertisement