নোয়াখালীর বেগমগঞ্জে বাজার করতে হাটে গিয়ে মো. ইউসুফ নামে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
শনিবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার আলাইয়ারপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এ আসামি দীর্ঘদিন ছদ্মবেশে পালিয়ে ছিলেন।
গ্রেফতার মো. ইউসুফ বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর গ্রামের বড়বাড়ির মৃত ননা মিয়ার ছেলে। রোববার (১ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ২০১১ সালের একটি অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ছদ্মবেশে পলাতক ছিল ইউসুফ। শনিবার হাটে আসার গোপন খবরে পুলিশ তাকে গ্রেফতার করে।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/জিকেএস