কক্সবাজারের টেকনাফে ৬০ লাখ টাকার মুল্যের ২০ হাজার ইয়াবাসহ নুরু মোহাম্মদ ( ৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪২) সদস্যরা।বুধবার সকাল ১০টায় সদর ইউনিয়নের কেরুনতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ জানান, বিজিবির বিশেষ টহলদল গোপন সংবাদ পেয়ে সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার সৈয়দ হোসেনের বাড়িতে অভিযান চালায়। সেখানে নুরু মোহাম্মদকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে বাড়িতে পলিথিন মোড়ানো রাখা ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মুল্যে ৬০ লাখ টাকা। তাকে থানায় সোপর্দ করে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।