স্বতন্ত্র সংসদ সদস্য (ঝিনাইদহ-২) তাহজীব আলম সিদ্দিকী বলেছেন, প্রধান বিচারপতি শুধু একজন ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান। মানুষের শেষ আশ্রয়স্থল এবং সংবিধানেরও রক্ষক। জাতীয় সংসদে সোমবার অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সিদ্দিকী বলেন, জাতি প্রধান বিচারপতিকে প্রতিদিন কাগজের প্রধান শিরোনাম হিসেবে দেখতে চায় না। যত বেশি আলোচনা, তত বেশি সমালোচনা; যত বেশি সমালোচনা, তত বেশি বিতর্ক। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে প্রধান বিচারপতি নিশ্চয়ই বিতর্কিত হতে চাইবেন না। এজন্য ‘প্রধান বিচারপতিকে লোকচক্ষুর অন্তরালে, নীরবেই কার্যকর ভূমিকা’ রাখতে হবে। তাহজীব আলম আরো বলেন, নারী অধিকার থেকে শুরু করে নির্বাচন, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, নাগরিক অধিকার-সকল বিষয় নিয়ে বিচারপতি প্রতিদিন সভা-সেমিনার না করলেও পারেন। এগুলোর জন্য সমাজে অনেক লোক আছেন। অবসরে যাওয়া একজন বিচারপতির নাম উল্লেখ না করে তাহজীব আলম বলেন, ইদানিংকালে দেখলাম অধুনা অবসরে যাওয়া বিতর্কিত এক আপিল বিভাগের বিচারপতি হাইকোর্ট প্রাঙ্গণে হৈ চৈ বাঁধিয়ে, সাংবাদিকদের ডেকে প্রধান বিচারপতি এবং বিচারালয়কে তুলোধনো করলেন; বিচারালয়ের পবিত্রতাকে কলুষিত করলেন এবং বিচারালয়ের সার্বভৌম ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কিন্ত প্রধান বিচারপতি কোনো কিছুই আমলে নিলেন না! তাহলে আমরা কি এটাই ধরে নেবো, আইন সবার জন্য সমান নয়। বিচারপতিদের জন্য এক আইন, আর রাজনীতিবিদ, সুশীল সমাজের জন্য আরেক আইন!এইচএস/একে/আরআইপি