দেশজুড়ে

দেওয়াল ভেঙে দোকানে ট্রাক্টর, প্রাণ গেলো বৃদ্ধের

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে গাছবাহী ট্রাক্টর। এতে বাহার উদ্দিন মাঝি (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হন।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার চরজুবলি ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের বৈরাগী রাস্তার মাথার মুন্সি মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাহার ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের মৃত আলী আজমের ছেলে।

আহতরা হলেন- চর আমানউল্যাহ গ্রামের জামাল উদ্দিন (৩৮), চরকচ্ছপিয়া গ্রামের মো. দুলাল (৩৭) ও চরবাটা গ্রামের বাতান মিয়াকে (৭৫)। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. ছানা উল্যাহ জানান, শীতের দিন হওয়ায় দোকানের বাইরে বসে কিছু লোক চা পান করছিলেন। হঠাৎ দ্রুতগতির একটি ট্রাক্টর তাদের চাপা দিয়ে দোকানের ভেতর ঢুকে পড়ে। বাহার উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম