রাউন্ড রবিন লিগে ডিআরএস থাকবে না। আম্পায়ারদের সিদ্ধান্ত পূনর্বিবেচনার এই অবারিত সুযোগ না থাকার কারণে সবাই হতাশ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দীন বিপিএলের মত বড় আসরে ডিআরএস না থাকায় সবার আগে হতাশা ব্যক্ত করেছেন।
তার কথা, ‘ডিআরএস না থাকার অর্থ আম্পায়ারদের সিদ্ধান্ত পূনর্বিবেচনার কোনোই সুযোগ না থাকা। এতে করে বড় ধরনের বিপত্তি ঘটতে পারে। ভুলের শিকার হয়ে কোন দলের সর্বনাশও ঘটতে পারে।’
হতাশার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করে সালাউদ্দীন আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, ‘টাকার কারণে নয়, হয়তো অন্য কোনো কারণে নেই ডিআরএস। তাই তার মুখে ছিল এমন কথা, ‘বিসিবির তো অনেক টাকা, তাহলে ডিআরএস থাকবে না কেন?’
ডিআরএসের প্রয়োজন অনুভব করে আজ মুখ খুলেছেন মেহেদি হাসান মিরাজও। জাতীয় দলের এ অলরাউন্ডার বলেন, ‘ডিআরএস হলে তো সবার জন্য উপকার হয়। খেলোয়াড়দের জন্য বেনিফিট হয়।’
তবে মিরাজ এ নিয়ে কোনরকম তীর্য্যক মন্তব্যে যেতে নারাজ। তার ব্যাখ্যা, ‘যারা আয়োজন করছে তাদেরই সিদ্ধান্ত। হয়তো কোনো প্রবলেম আছে, হয়তো কোনো সমস্যার কারণে অ্যারেঞ্জ করতে পারছে না। এটা তাদের (বিপিএল গভর্নিং কাউন্সিল) ব্যাপার। আমি মনে করি, যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করে নিয়েও আসতে পারে।’
মিরাজ যোগ করেন, ‘উনারা (বিপিএল গভর্নিং কাউন্সিল) সিদ্ধান্ত নেবে কিভাবে এটা আয়োজন করবে। দিন শেষে তো আমাদের মাঠে খেলতে হবে। এটা আমাদের চিন্তা নয়। আমারা এটা নিয়ে চিন্তা করতে পারবো না। আমাদের এটা নিয়ে চিন্তা করারও সময় নেই। আমরা চিন্তা করবো কিভাবে পারফর্ম করতে পারি, কিভাবে ভালো খেলতে পারি। ম্যানেজমেন্ট যারা আছে তাদের এটা সিদ্ধান্ত।’
এআরবি/আইএইচএস