বরগুনায় আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস।
সোমবার (২ জানুয়ারি) অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বরগুনা স্টেডিয়ামে যুব গেমসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হাবিবুর রহমান।
জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আজ থেকে শুরু হওয়া শেখ কামাল যুব গেমস চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। এতে নারী ছয়টি উপজেলা দল, পুরুষ ছয়টি উপজেলা দল ছাড়াও কাবাডি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস, সাঁতার এবং দাবায় প্রতিযোগিরা অংশগ্রহণ করবেন।
এমআরআর/এএসএম