দেশজুড়ে

ভৈরবে এক ডজন মামলার আসামি গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবের এক ডজন মামলার আসামি নৌ ডাকাত তাহের মিয়া উরফে গুরু তাহেরকে গ্রেফতার করা হয়েছে।

ভৈরব নৌ-থানার উপ-পরিদর্শক রাসেলের নেতৃত্বে সোমবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার ভবানীপুর গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ছয়মাস আগে মেঘনা নদীতে স্থানীয় ছাত্রলীগের একটি বনভোজনের নৌকায় ডাকাতি ঘটনা ঘটে। এসময় ডাকাতরা তাদের মারধর করে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে থানায় ডাকাতির মামলা করা হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি তাহের মিয়া। এর আগে এ মামলার প্রধান আসামি নৌ-ডাকাত লিটনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভৈরব নৌ-পুলিশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া বলেন, মেঘনা নদীতে ছাত্রলীগের বনভোজনের নৌকায় ডাকাতির মামলার আসামি ডাকাত তাহের মিয়া। তার বিরুদ্ধে ভৈরবসহ বিভিন্ন থানায় এক ডজন মামলা রয়েছে। এছাড়া চারটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

রাজীবুল হাসান/জেএস/জেআইএম