দেশজুড়ে

পঞ্চগড়ে প্রতিবন্ধী দিবস পালিত

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।বুধবার সকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসকসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিশু পরিবারের সদস্য এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেয়। র‌্যালি শেষে জেলা শিশু একাডেমি চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট বক্তৃতা করেন। অনুষ্ঠানে ৫৮ জন প্রতিবন্ধীর প্রত্যেককে একটি করে হুইল চেয়ার এবং অন্যান্যদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।