জাতীয়

ই‌লি‌শের হা‌লি ২২০০ টাকা

রাজধানীর মাছের বাজারগুলোতে ক্রমেই বাড়ছে ইলিশের দাম। বাজা‌রে বর্তমানে ৬০০ গ্রা‌ম ওজ‌নের এক হা‌লি মা‌ছ ২২০০ টাকায় বি‌ক্রি হ‌চ্ছে।ইলিশ বিক্রেতারা বলছেন, ১৫ দিন পর আরও বাড়‌তে পা‌রে মা‌ছের দাম। এ ছাড়া পাইকারি আড়তে সরবরাহ কমে যাওয়ায় একটু বেশি দামে কিনতে হচ্ছে ইলিশ মাছ।তবে অন্যান্য মাছের মৌসুম থাকায় দাম একটু কমতির দিকে রয়েছে রুই-কাতলের দাম। প‌হেলা বৈশা‌খের আ‌গে ই‌লিশ মা‌ছের দাম এর ডাবল হ‌ওয়ার আশঙ্কা কর‌ছেন তারা।সোমবার রাজধা‌নীর রামপুরা বাজা‌রে এ প্র‌তি‌বেদক‌কে এমন কথাই ব‌লেন মাছ বি‌ক্রেতারা।এএম/বিএ