বরিশাল জেলার ১০ উপজেলায় ৭৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চার হাজার ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে দলীয়ভাবে আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টি ও চরমোনাই পীরের ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হচ্ছেন ২৩৬ ও স্বতন্ত্রভাবে ১৪৪ জন। স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি থেকে একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।এছাড়া সাধারণ সদস্য পদে দুই হাজার ৮৪৩ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৭৯৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বরিশাল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আ. হালিম খান সোমবার রাত ১০টার দিকে মনোনয়নপত্র গণনা শেষে এ তথ্য জানান।তিনি বলেন, সকাল ৯টা থেকে স্ব-স্ব রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবে বিকেল ৫টায় শেষ হয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল। প্রথমধাপের ইউপি নির্বাচনে সোমবার ছিলো মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। বরিশাল জেলার ১০ উপজেলায় ৮৭টির মধ্যে প্রথমধাপে ৭৪ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।মামলা, সীমানা নির্ধারণ, ভোটার তালিকা পুনর্বিন্যাস এবং মেয়াদোত্তীর্ণ না হওয়ায় বাকি ১৩টি ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। মনোনয়নপত্র মঙ্গলবার এবং বুধবার বাছাই করা হবে। আগামী ২ মার্চ পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। পরদিন ৩ মার্চ বৈধ প্রার্থীদের মাঝে দলীয় এবং স্বতন্ত্র প্রতীক বরাদ্দ দেয়া হবে। ২২ মার্চ অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ, বানারীপাড়ায় ৮টি, উজিরপুরে ৭টি, আগৈলঝাড়ায় ৫টি, গৌরনদীতে ৭টি, বাবুগঞ্জে ৬টি, মেহেন্দীগঞ্জে ৮টি, হিজলায় ৪টি, মুলাদী ৬টি এবং বাকেরগঞ্জের ১৩টি ইউনিয়ন পরিষদে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।বরিশাল বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মির মো. শাহজাহান জানান, বিভাগের ৬ জেলায় মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৩৫৭টি। এর মধ্যে ২৪৭টিতে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। মামলা, সীমানা নির্ধারণ, ভোটার তালিকা পুনর্বিন্যাস এবং মেয়াদোত্তীর্ণ না হওয়ায় বাকি ৮৩ ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।সাইফ আমীন/বিএ