সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূতের সম্পাদকমণ্ডলীর সভাপতি অধ্যাপক আনিসুর রহিম মারা গেছেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে সুন্দরবন ভ্রমণরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তার জানাজা অনুষ্ঠিত হবে।
দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক ও সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ জানান, প্রবীণ সাংবাদিক আনিসুর রহিম সপরিবারে সুন্দরবনে যাওয়ার পথে ট্রলারে আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম