দেশজুড়ে

বার বার রেলের সিগন্যাল ক্যাবল চুরি, ঝুঁকিতে চলছে ট্রেন

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় প্রায়ই ঘটছে রেলের সিগন্যাল ক্যাবল চুরি ঘটনা। গত তিনমাসে চুরি হয়েছে তিনবার। ফলে বিঘ্ন ঘটছে ট্রেনের স্বাভাবিক চলাচল। শুধু তাই নয় এতে করে ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন।

সবশেষ সোমবার (২ জানুয়ারি) মধ্যরাতে জেলা শহরের মৌড়াইল-পুনিয়াউট রেলগেইট এলাকার সিগন্যাল পোস্টের ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। এতে করে ট্রেন চলাচলে নিয়ম অনুযায়ী ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত সিগন্যাল দেওয়া সম্ভব হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আপ-ডাউন দুইপাশে সিগন্যাল লাইনের ক্যাবল একাধিকবার চুরি হয়েছে। সবশেষ সোমবার ভোররাতে ক্যাবল চুরি হয়। এর আগে, নভেম্বরের প্রথম দিকে এবং ২৯ ডিসেম্বর সিগন্যাল ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। এতে করে সৃষ্টি হয়েছে ট্রেন দুর্ঘটনার আশঙ্কা। পরে ঘণ্টাখানেক চেষ্টার পর দ্রুত লাইনের সংযোগ মেরামত করে সিগন্যাল সচল করা হয়। মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, তিন মাসে তিনবার রেললাইনের সিগন্যাল ক্যাবল চুরির ঘটনা ঘটলো। এমন হলে ট্রেন চলাচল ঝুঁকিতে পড়তে পারে। ক্যাবল চুরির ঘটনায় প্যানেল বোর্ডে আমাদের সিগন্যাল দিতে সমস্যা হয়। এতে ট্রেন চলাচলের স্বাভাবিক যাত্রা ব্যহত হয়। এ বিষয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।

তিনি আরও বলেন, ক্যাবলগুলো অনেক চিকন ও পাতলা। একশত গজ থেকে ২০০ গ্রাম তামাও মিলবে না। এগুলো চুরি করে নিয়ে আর কয় টাকা পাবে। ধারণা করা হচ্ছে, মাদকসেবীরা মাদকের টাকা জোগাড়ের জন্য তারগুলো চুরি করছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সিগন্যালের নিরাপত্তার দায়িত্বে থাকা (আরএনবি) হাবিলদার মো. জিল্লু মিয়া বলেন, এমন ঘটনা আগেও ঘটেছে বলে আমরা জেনেছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পরবর্তীতে এমন ঘটনা যেন না ঘটে সেজন্য সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

আবুল হাসনাত মো. রাফি/জেএস/জেআইএম