নরসিংদীর শিবপুর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭ টির নির্বাচন আগামী ৩১ মার্চ। এ নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীরা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীদের ধ্যান জ্ঞান হলো দলীয় মনোয়ন। তাই দিনরাত দলের প্রভাবশালী নেতাদের কাছে ধরনা দিচ্ছেন তারা। বাঘাব ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়ন কিনেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আশরাফুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বিএসসি, বর্তমান চেয়ারম্যান একেএম বশির উদ্দিন বাবলু এবং হাফিজ আহমেদ সরকার। এর মধ্যে দলীয় মনোয়ন পাওয়ার ক্ষেত্রে আলোচনায় আছেন ইঞ্জি. আশরাফুজ্জামান রিপন ও জসিম উদ্দিন বিএসসি। বর্তমান চেয়ারম্যান বাবলু বিএনপির সাবেক মহাসচিবের ঘনিষ্ট জন হিসেবে পরিচিত। এছাড়া গত জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিপক্ষে আর স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় মনোয়ন পাওয়ার দৌঁড়ে বেশ পিছিয়ে আছেন। অন্যদিকে দলীয় মনোয়ন নয় নির্বাচনী মাঠ গোছানোর কাজে ব্যস্ত বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। সরকারদলীয় নেতাদের রোষানল ও মামলার ভয়ে অনেকেই আগে থেকে জানান দেননি নির্বাচনে অংশগ্রহণ করার কথা। তাই তফসিল ঘোষণার পর মাঠ গোছানোই এখন তাদের মূল লক্ষ্য। বিএনপির প্রার্থিতায় তেমন প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যায়নি। বিএনপি থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন কিনেছেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তরুন মৃধা, যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক সাদেক মিয়া। মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে আলোচনায় আছেন শিবপুর শহীদ আসাদ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি তরুন মৃধা। তবে প্রার্থীরা জানিয়েছেন, দল যেই সিদ্ধান্ত দিবে সেই মোতাবেক কাজ করবে তারা। এই মুহূর্তে দলের ঐক্যই তাদের মূল লক্ষ্য। শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার বলেন, তৃণমূল নেতা কর্মীদের কাছে যার গ্রহণযোগ্যতা আছে দল থেকে তাকেই মনোনয়ন দেয়া হবে। মনোনয়ন বঞ্ছিত হলেও শিবপুরে কেউ দলের সিদ্ধান্তের বাইরে কাজ করবে না বলে আমরা বিশ্বাস করি। তবে বাঘাব ইউনিয়নবাসী চাইছে প্রধান দুই দল যাকেই মনোয়ন দেয় সে যেন যোগ্য প্রার্থী হয়। ইউনিয়নবাসীর কল্যাণে যাকে সব সময় পাশে পাওয়া যাবে এমন প্রার্থীকেই নির্বাচিত করতে চায় তারা। সঞ্জিত সাহা/এসএস/পিআর