দেশজুড়ে

দুপুর থেকে দীর্ঘ হচ্ছে ভোটারের লাইন

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে সকাল থেকে ভোটার উপস্থিতি কম ছিল। তবে শীত-কুয়াশা উপেক্ষা করে দুপুর থেকে বাড়ছে ভোটার উপস্থিতি। কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ হচ্ছে লাইন।

দুপুর ১টায় সাঘাটার কচুয়াহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন। এ লাইন আরও দীর্ঘ হচ্ছে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. খায়রুজ্জামান মন্ডল জাগো নিউজকে বলেন, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ। ভোটার উপস্থিতি বাড়ছে। শেষ পর্যন্ত ভোটরে সংখ্যা বাড়বে।

আরও কয়েকটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা জানান, দুপুর থেকে ভোটাররা কেন্দ্রে ভিড় করছেন। ভোটারদের লাইন বড় হচ্ছে।

এ উপনির্বাচনের দায়িত্বরত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব জাগো নিউজকে বলেন, ‘সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। সব জায়গায় শান্তিপূর্ণ ভোট চলছে। এখনো কারও কোনো অভিযোগ পাইনি। লাইনে ভোটারদের উপস্থিতিও ভালো। উপস্থিতি আরও বাড়বে। উৎসবের আমেজে ভোট হবে বলে আশা করছি।’

গাইবান্ধা-৫ আসনের সংসদ-সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণার পর ১২ অক্টোবর উপ-নির্বাচনের দিন ধার্য হয়। ভোটে অনিয়ম করায় তা বাতিল করা হয়। ১৪ নভেম্বর ওই অনিয়মের প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্তে ১২৫ জন প্রিসাইডিং কর্মকর্তা ও পাঁচ কেন্দ্রের পাঁচজন পুলিশ উপ-পরিদর্শকের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল।

এসজে/জেআইএম