সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে জামালপুর সদর উপজেলায় শীতকালীন প্রশিক্ষণ চলাকালে স্থানীয় অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তার পাশাপাশি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার পিয়ারপুরে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী এ শীতবস্ত্র বিতরণ করেন। এসময় ঘাটাইল অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী বলেন, সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম জনসাধারণের চিকিৎসাসেবা প্রাপ্তির পাশাপাশি শীতের প্রকোপ এবং অসুস্থতা থেকে আরোগ্য পেতে বিশেষ ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় পিয়ারপুর এলাকায় ৭০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, চোখের ছানি এবং অন্য অপারেশন, চশমা বিতরণসহ নানা জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে সেনাবাহিনী।
মো. নাসিম উদ্দিন/এমআরআর/এএসএম