চারিদিকে ঘন কুয়াশা। শীতে জবুথবু প্লাটফর্মের ছিন্নমূল মানুষগুলো। এমন সময় মধ্যরাতে কম্বল নিয়ে হাজির হলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
নেত্রকোনা বড় রেল স্টেশনের প্ল্যাটফর্মে ঘুমিয়ে থাকা শীর্তাত মানুষের গায়ে মঙ্গলবার (৩ জানুয়ারি) মধ্যরাতে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন তিনি। শুধু স্টেশনেই নয়, শহরের রাজুরবাজার বেড়ি বাঁধে থাকা বস্তির দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এ সময় তিনি শহরের সাতপাই এলাকায় রেল স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে থাকা লোকদের নিজ হাতে কম্বল জড়িয়ে দেন। সেখানে রেল কলোনীর ঘরে ঘরে গিয়ে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কম্বল নিয়ে তিনি মঙ্গলবার রাতে জেলা সদরের বড় রেলস্টেশন ও রাজুরবাজার বস্তিসহ বিভিন্ন স্থানে গিয়ে ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) অনিমেষ সোম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার প্রমুখ।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, গত ১৫ দিনে সারা জেলায় প্রায় ৫০ হাজার কম্বল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনওর মাধ্যমে দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহার কম্বল শীতার্ত মানুষের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে। সমাজের বিত্তবানদের উচিত তার প্রতিবেশী মানুষটির খোঁজ রাখা, গরম কাপড় দিয়ে শীতার্তদের পাশে দাঁড়ানো। এইচ এম কামাল/এফএ/এএসএম