একুশে বইমেলা

বইমেলায় মাশ্হুদা মাধবীর গল্পগ্রন্থ নিশিকন্যা

এবারের বইমেলায় গ্রন্থ কুটিরের ৩৫৩ ও ৩৫৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে কথা সাহিত্যিক মাশ্হুদা মাধবী এর গল্পগ্রন্থ নিশিকন্যা। বইটি মেলায় এসেছে ১৩ ফেব্রুয়ারিতে। এটি লেখকের চতুর্থ বই। আগের বইগুলি নদী তীরে কাশবনে, যুদ্ধ দিনের রবি (কিশোর গল্প) এবং মেঘ ও মাটির গল্প। এগুলি রয়েছে কথা প্রকাশ (৩১১-৩১২), জোতি প্রকাশ (৫০১-৫০২)এর স্টলে। নিশিকন্যা বইয়ে দশটি গল্প  আছে। প্রায় চল্লিশ বছর ধরে এগুলি খ্যাতনামা জাতিয় দৈনিকের সাহিত্য পাতায় ও মাসিক পত্রিকায় ছাপা হয়। বইটির গল্পগুলির বিষয়বস্তু বিচিত্র, যা লেখকের কল্পনা ও বাস্তবের মিশেল। বইটি পড়ে রুচিশীল পাঠকের ভালো লাগবে। ১৯৩৯ সাল থেকে ২০১৫ পর্যন্ত সময়ের পটভূমিতে লেখা গল্পগুলো পাঠকের অন্তরদেশ স্পর্শ করবে।এইচএন/পিআর