দেশজুড়ে

শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো নির্মাণশ্রমিকের

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন হোসেন (২৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার উলাশী ইউনিয়নের ধলদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন হোসেন বাগআঁচড়া ইউনিয়নের টেংরা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো নয়নসহ সাত শ্রমিক শহিদুলের বাড়ির দ্বিতীয় তলার ছাদে রড বসানোর কাজ করছিলেন। এসময় একটি রড ওই বাড়ির ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের ওপর পড়লে নয়ন বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান। দ্রুত সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই ওই যুবক মৃত্যু হয়।

টেংরা গ্রামের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোজাম গাজী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এটি খুবই দুঃখজনক। নয়ন অনেক ভালো ছেলে ছিল। তার বিদেশ যাওয়ার প্রস্তুতি চলছিল। ছেলেকে হারিয়ে পাগলপ্রায় নয়নের পরিবার।

মো. জামাল হোসেন/এমআরআর/এএসএম