দেশজুড়ে

বেতাগীতে ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বরগুনার বেতাগীতে ইউপি সদস্য শামিম খান হত্যা মামলার প্রধান আসামি চান মিয়াকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার খালিশপুর নতুন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর বুধবার রাত ৪টার দিকে তাকে বেতাগী থানায় নিয়ে আসা হয়। পরে (৪ জানুয়ারি) বরগুনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চান মিয়াকে হাজির করে তাকে হাজতে পাঠানো হয়।

এ মামলায় আসামি রাজা (৫২) ও শিশিরকে (৩৩) গ্রেফতার করা হয়। তারা সবাই আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, আদালতের অনুমতির সাপেক্ষে চান মিয়ার স্বীকারোক্তিমূলক নেওয়া হবে। সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শামিম খানের ঘরে রাতে দরজা বন্ধ করে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয়। এতে স্ত্রী-সন্তানসহ তিনি মারাত্মকভাবে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন। পরে শামীম খানের মা মনোয়ারা বেগম বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে বেতাগী থানায় নিয়ে আসা হয়। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

মো. আব্দুল আলীম/আরএইচ/জিকেএস