খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট এখন অনেক এগিয়ে যাচ্ছে: উন্মুক্ত চাঁদ

ভারতীয় ক্রিকেটাররা তাদের দেশের বাইরে অন্য দেশের ঘরোয়া ক্রিকেটে বিশেষ করে ফ্রাঞ্জাইজি ক্রিকেটে খেলতে পারে না। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’ই এ বিষয়ে অনুমোদন দেয় না। তবে ভারতীয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার উন্মুক্ত চাঁদ, যিনি এখন খেলেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটে, তিনি ভারতীয় ক্রিকেটে না খেলার কারণে দেশের বাইরের লিগে খেলার সুযোগ পাচ্ছেন।

উন্মুক্ত চাঁদ এখন খেলতে এসেছেন বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। দলের হয়ে আজ মিরপুরে অনুশীলন করতে এসে কথা বলেছেন মিডিয়ার সামনে। সেখানেই তিনি জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে প্রতিযোগিতামূলক হয়ে যাচ্ছে।

উন্মুক্ত চাঁদ বলেন, ‘গত কয়েকদিন ধরে অনুশীলন হচ্ছে। তবে অনেকেই আজকে এসেছে। সবমিলিয়ে ভালো পরিবেশ। দলের সবাই সবার সঙ্গে ভালোভাবে মিশছে। এই আবহটা উপভোগ করছি। ডিপিএলে আগে যাদের সঙ্গে খেলেছি তাদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে।’

বাংলাদেশে এবারই প্রথম নয়, এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) খেলতে এসেছিলেন তিনি। তবে বিপিএলে এবার প্রথম। তিনি বলেন, ‘বাংলাদেশে খেলা সবসময় উপভোগ করেছি। এর আগে ৩-৪ মৌসুম ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছি। প্রথমবার বিপিএলে এসেছি। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।’

বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘অবশ্যই বাংলাদেশের ক্রিকেট ক্রমাগত এগিয়ে যাচ্ছে। আমরা সবাই দেখেছি তারা ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে কত ভালো খেলেছে। এটি খুব ভালো বিষয়। বাংলাদেশের অনেক ক্রিকেটার বিশ্বের নানান লিগে খেলছে। এটিই বলে দেয় বাংলাদেশের ক্রিকেট অনেক উঁচুতে উঠছে।’

আইএইচএস/