রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়া গোবিন্দপুর এলাকায় স্বামীর ওপর অভিমান করে মোছা. নাজমীন আক্তার (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিততের স্বামী নাঈম ও তার পরিবারের থেকে দাবি করা হয়েছে।
নাজমীন আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার মো. নবী হোসেনের মেয়ে। বর্তমানে যাত্রাবাড়ী শনির আখড়া গোবিন্দপুর এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে শনির আখড়া গোবিন্দপুর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী নাঈম বলেন, আমার স্ত্রীর অতিরিক্ত রাগী ছিলেন। বৃহস্পতিবার সে (নাজমীন) তার মায়ের সঙ্গে ফোনে কথা বলার পর নিজের রুমে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে আমরা বোন সুরুভী জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমাদের চার মাস আগে বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই সে (নাজমীন) আমাকে পছন্দ করতেন না। আজ আমার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এমএএইচ/জিকেএস