আওয়ামী লীগ পাগলের মতো বক্তব্য দিচ্ছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, এটি ফ্যাসিস্টদের বিকৃত বিভৎস বক্তব্য। পার্লামেন্ট ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাধায়ক সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে শহরের একটি অডিটোরিয়ামে বিএনপিঘোষিত ১০ দফা দাবি প্রণয়নের আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিতাই রায় চৌধুরী আরও বলেন, বিএনপি কোনো বিপ্লবী সশস্ত্র দল নয়; একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাই গণতান্ত্রিক পদ্ধতিতে এ সরকারের পতন ঘটিয়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগাঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
জেলা বিএনপির নেতাকমীরা আলোচনা সভায় অংশ নেন।
আসিফ ইকবাল/এসআর/জেআইএম