দেশজুড়ে

গ্রেফতার প্যানেল চেয়ারম্যানকে যুবলীগ থেকে অব্যাহতি

লক্ষ্মীপুরে প্রায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ইউপি প্যানেল চেয়ারম্যান মনির হোসেন সজিবকে যুবলীগের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ১১টার দিকে সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

মনির সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ছিলেন। তার অব্যাহতির চিঠিতে টিটু চৌধুরীসহ উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুল হক মাহবুব ও ইসমাইল হোসেন সই করেছেন।

যুবলীগ নেতা তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু বলেন, মনিরের বিরুদ্ধে মামলার কাগজপত্র কেন্দ্রে পাঠানো হয়েছে। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনা অনুযায়ী মনিরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তবে একই মামলায় গ্রেফতার যুবলীগ নেতা পরিচয়দানকারী আমির দলীয় কোনো পদ-পদবিতে নেই।

এদিকে এ মামলায় গ্রেফতার মো. ইব্রাহিমকে গ্রামপুলিশ সদস্য ও মনিরকে ইউপি সদস্যের পদ থেকে বরখাস্তের জন্য জেলা প্রশাসকের কাছে সুপারিশ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন তাদের বরখাস্ত চেয়ে চিঠি পাঠিয়েছেন।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে চররমনী মোহন ইউনিয়নের মধ্য চররমনী গ্রামে ইউপি সদস্য মনিরের বাড়িতে অভিযান চালায় র্যাব-১১ নোয়াখালী ক্যাম্প। এসময় মনির, ইব্রাহিম ও আমির হোসেনকে আটক করে র্যাব। তাদের কাছ থেকে ৪৩৬টি এয়ারটাইট প্যাকেট ভর্তি ৮৫ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ৩০০ টাকা দরে এর মূল্য দুই কোটি ৫৫ লাখ ৬ হাজার টাকা।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার (ডিএডি) নুরুল ইসলাম বাদী হয়ে আটক তিনজনসহ পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে মামলা করেন। পলাতক আসামিরা হলেন আবদুর রহমান ও বাহাদুর মাঝি। মামলায় আটক তিনজনকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার মনির সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

মনির লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেনের ভাগনে।

কাজল কায়েস/এসআর/এমএস