দেশজুড়ে

প্রচণ্ড ঠান্ডায় মাদারীপুরে এক সপ্তাহে ৫০০ রোগী হাসপাতালে

মাদারীপুরে শৈত্যপ্রবাহ আর বাতাসে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। গত এক সপ্তাহে শুধুমাত্র মাদারীপুর সদর হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছে ৫ শতাধিক রোগী। এরমধ্যে শিশুর সংখ্যাই ছাড়িয়েছে ৪শ’।

এক সপ্তাহ যাবৎ তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। হিমেল বাতাসের কারণে ঠান্ডা বেশি হওয়ায় হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। এক সপ্তাহে মাদারীপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে তিনশ’ রোগী। যার অধিকাংশই নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত। এছাড়া ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে দুইশো জন। এরমধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। গরম কাপড়ের পাশাপাশি শিশু ও বৃদ্ধদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের।

মাদারীপুর সদর উপজেলার খোঁয়াজপুর থেকে আসা শিশু রেহানার মা ফাতেমা আক্তার বলেন, তিনদিন হলো হাসপাতালে ভর্তি করেছি আমার দেড়মাসের শিশুকে। চিকিৎসা চলছে। অবস্থা আগের থেকে একটু ভালো।

মাদারীপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ইতু মন্ডল বলেন, হাসপাতালে ডিসেম্বর মাসে রোগীর চাপ বেশি ছিল। গত সপ্তাহেও শিশু ওয়ার্ডে তিনশো রোগী ভর্তি হয়েছে। মায়েদের অসাবধনতায় রোগ বেশি হচ্ছে।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ বলেন, ঠান্ডা বাতাস যাতে না লাগে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। শিশু ও বৃদ্ধদের গরম পোশাক পরে থাকতে হবে। অসুস্থ হলে তাৎক্ষণিক হাসপাতালে এসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এফএ/এএসএম