আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলছেন, শেখ হাসিনা সরকারের আমলে গ্রাম এখন শহরে রূপ নিয়েছে। গ্রামের যে জায়গায় পা রাখা হয়, সেখানেই শহরের সুবাতাস। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, মার্কেট নির্মাণ সব কিছুই এর অনন্য উদাহরণ।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে মাদারীপুর নতুন শহর এলাকায় জেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অসহায়দের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় মাদারীপুর-২ আসনের এই সংসদ সদস্য আরও বলেন, ‘গ্রাম কিংবা শহর সব জায়গাতেই মানুষ ভালো আছে। কেউ এখন আর না খেয়ে থাকে না। এমনকী কারও বস্ত্রের অভাব নেই। বিগত দিনে বিভিন্ন মার্কেটের নিচে পুরাতন কাপড় কেনার ভিড় থাকতো, সেই পরিবেশ এখন আর নেই। সবাই এখন নতুন কাপড় চায়। মানুষ নতুন কাপড় পড়ে।’
এসআর/এমএস