দেশের সর্ববৃহৎ খুচরা ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজ ফার্মা লিমিটেডের যাত্রা শুরুর ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) ঢাকার সাভারের হেমায়েতপুরে লাজ ফার্মার এ সুবর্ণজয়ন্তী উৎসব পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- লাজ ফার্মার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. লুৎফর রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, জাদুশিল্পী জুয়েল আইচ, সাংবাদিক আবেদ খান, গীতিকার মো. রফিকউজ্জামান, ইব্রাহিম কার্ডিয়াক ও রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর ডা. এম এ রশিদসহ আরও অনেক।
মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, উন্নত দেশে ফার্মেসি একই রকম হলেও আমাদের এখানে ফার্মেসির পাশাপাশি অন্যান্য পণ্যও চলে। তাই লাজ ফার্মার মতো মডেল ফার্মেসি ও মান নিয়ন্ত্রণ করতে পারে এমন ফার্মেসি ছাড়া সবগুলো বন্ধ করে দেওয়া হবে। এরই মধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের এত ফার্মেসি থাকার দরকার নেই।
লুৎফর রহমান বলেন, ১৯৭২ সালে কলাবাগানের একটি গলির দোকান থেকে লাজ ফার্মার যাত্রা শুরু হয়। আজ আমাদের সারাদেশে ৮০টিরও বেশি শাখা রয়েছে। এটি শুধু সম্ভব হয়েছে, মানসম্মত ওষুধ সরবরাহ, ভেজাল ও নকলমুক্ত ওষুধ নিশ্চিতকরনের মাধ্যমে।
তিনি আরও বলেন, ওষুধ নয়, সুস্থ দেহমনের জন্য বইও হতে পারে সহায়ক নিয়ামক। বই পড়ুন, সুস্থ থাকুন।
এরপর মো. লুৎফর রহমানের বাস্তব জীবনের অভিজ্ঞতা ও লাজ ফার্মার ৫০ বছর সাফল্যের সঙ্গে পথচলার অভিজ্ঞতা তুলে ধরে তার লেখা ‘উপরে উঠার সিঁড়ি’ বইটির মোড়ক উন্মোচন করা হয়। এই বই প্রসঙ্গে তিনি বলেন, বইটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজে আসবে।
অনুষ্ঠানের শেষে লাজ ফার্মার ওয়েব সাইট উন্মোচন করা হয়।
এএএম/আরএডি/এএসএম