জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে সেনাবাহিনীকে একটি সময়োপযোগী, অত্যাধুনিক ও জনগণের বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বুধবার দশম জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে এই প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।বৈঠকে সেনাবাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে দেশের কল্যাণে তাদের অব্যাহত অবদানের প্রশংসা করা হয় এবং বিশ্ব দরবারে তাদের অর্জিত সাফল্য ধরে রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার সুপারিশ করা হয়।বৈঠকে সংসদীয় কমিটির সদস্যগণ কর্তৃক সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদর দপ্তর ও তাদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের লক্ষে দ্রুত তারিখ নির্ধারন করে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়েছে।বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ সুবিধ আলী ভূঁইয়া। কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মজিবুর রহমান ফকির, মোঃ মাহবুবুর রহমান,ডাঃ দীপু মনি,মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ,মাহমুদ উস সামাদ চৌধুরী এবং হোসনে আরা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।এছাড়া বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌ-বাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম.ফরিদ হাবিব, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল ইনামুল বারী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।