ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুর হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
শনিবার (৭ জানুয়ারি) দিনগত রাত ১২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নৌদুর্ঘটনা এড়াতে শনিবার রাত ১২ থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পদ্মা নদীর শরীয়তপুর লক্ষ্মীরচর চ্যানেলে কিশোরী নামের একটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
তিনি জানান, যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে। তবে, পদ্মা সেতু উদ্বোধনের আগে এ রুটে ফেরির জন্য শতশত যানবাহন অপেক্ষা করতো। আর এখন পদ্মা সেতুর সুবাদে যানবাহন কমে গেছে। তাই বর্তমানে ফেরিগুলোকে যানবাহনের জন্য অপেক্ষা করতে হয়।
মো. ছগির হোসেন/এমএএইচ/