পাঁচ বছরের কারাবাস শেষে মুক্তির দিনক্ষণ ঠিক হয়েছে বলিউডের মুন্না ভাই খ্যাত সঞ্জয় দত্তের। আগে থেকেই জানা গিয়েছিলো এ বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে এই বলিউড তারকার। তবে সেটা ঠিক কবে কখন তা জানা ছিলোনা। অবশেষে মহারাষ্ট্রের ইয়ারাওয়াদা কারা কতৃপক্ষ জানালেন সে খবর। তারা বলেছে, আগামী বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় মুক্তি দেয়া হবে বলিউডের এই অ্যাকশন হিরোকে। ১৯৯৩ সালে মুম্বাইয়ে বিস্ফোরক মামলা ও ২০০৭ সালে অবৈধ অস্ত্র বহনের দায়ে মোট ৭ বছরের জেল হয় এই তারকার। তবে এক আপিলে সে সাজা কমিয়ে পাঁচ বছর করা হয়। আগামী ২৫ তারিখ শেষ হতে যাচ্ছে দুই মামলায় সাজার মেয়াদ। উল্লেখ্য, সঞ্জয়কে নিতে আসবেন তার স্ত্রী মান্যতা ও সন্তানেরা। পরিবারের ইচ্ছে ছিলো কারা ফটকে ছোটখাটো উৎসব আয়োজন করে সঞ্জয়কে বরণ করতে। তবে পুলিশের অনুমতি না মিলায় সেটি আপাতত করা হচ্ছে না। আরএএইচ/এলএ