দেশজুড়ে

প্রধান শিক্ষকের ‘আত্মহত্যা’, ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমসহ ছয় আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবুল বাশারকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় শনিবার রাতে ছয় আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করে র্যাব। এরপর রোববার সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়।

বুধবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে প্রধান শিক্ষক আবুল বাশারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার পরিবারের দাবি, বিদ্যালয় পরিচালনা পর্ষদের শোকজ নোটিশ পেয়ে আত্মহত্যা করেন তিনি।

এ ঘটনায় প্রধান শিক্ষকের স্ত্রী নুরুন্নাহার পারভীন শ্যামনগর থানায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও স্কুলের শিক্ষকসহ সাতজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার দায়ে মামলা করেন।

আহসানুর রহমান রাজীব/এমআরআর/জেআইএম