বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জহিরুল হক শাহাজাদা মিয়া বলছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছিল। সেই তত্ত্বাবধায়ক সরকারের আইন বর্তমান সরকার বাতিল করেছেন। এ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে হবে। তা না হলে এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।
রোববার (৮ জানুয়ারি) বিকেলে মাদারীপুরে জেলা বিএনপির এক সুধি সমাবেশ তিনি এসব কথা বলেন।
এ উপদেষ্টা বলেন, বিএনপির আমলে প্রথমে পদ্মা সেতু নির্মাণের জন্য একনেকে পাশ হয়, তখন বাজেট ছিল ১০ হাজার ৮০০ কোটি টাকা। কিন্তু বর্তমান সরকার সে সেতু নির্মাণে ব্যয় করেছেন হাজার হাজার কোটি টাকা।
তিনি বলেন, সরকার ঋণ নেয়নি কোনো সংস্থার কাছ থেকে। তাহলে এতো কোটি টাকা কোথা থেকে আসলো। আমাদের দেশের রাজস্ব খাতে তো এতো কোটি টাকা নেই। এ পদ্মা সেতু নির্মাণের টাকা দেশের শিশুসহ ১৮ কোটি জনগণের ওপর বোঝা পড়বে।
মাদারীপুর জেলা বিএনপির সভাপতি জাফর আলী মিয়ার সভাপতিত্বে এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, গণশিক্ষা সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএইচ/জিকেএস