ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুরে সিসা তৈরির কারখানার অভিযান চালিয়ে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ জানুয়ারি) সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, শহরের উত্তর পৈরতলার আকরাম আহমেদ, দিদার মিয়া, প্রবাসী জাহাঙ্গীর আলম ও নন্দনপুর এলাকার জাহাঙ্গীর আলম মিলে একটি সিসা তৈরির কারখানা স্থাপন করেছেন। তিন-চার মাস আগে কৃষি জমিতে এটি স্থাপন করা হয়। বিভিন্ন জায়গা থেকে পুরনো ব্যাটারি কিনে সিসা সংগ্রহ করা হয়। রাত ১২টার দিকে ছাই পুড়িয়ে সিসা তৈরি করা হয়। এ কারখানার জন্য কৃষি ও গোচারণভূমি, জলাশয়ের পানি ও মানুষের মারাত্মক ক্ষতি হচ্ছে। এমন অভিযোগে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে মোশারফ হোসাইন বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে পরিত্যক্ত ব্যাটারি থেকে বিপজ্জনক ভারী ধাতু সিসা সংগ্রহের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানের সব মালামাল জব্দ করা হয়।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস