মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের সিআরবি রোডের ‘হল-২৪’ এ তা অনুষ্ঠিত হয়।বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন- বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সরকারের সচিব) ও কোম্পানির পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ এম বদরুদ্দোজা। এ সময় অনেক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় কোম্পানির পরিচালক পর্ষদের পরিচালকদের মধ্যে মোছলেহ উদ্দিন, পরিচালক (পরিচালন ও পরিকল্পনা), বিপিসি, প্রণব কুমার ঘোষ, যুগ্ম-সচিব (অপারেশন্স), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, স্বাধীন পরিচালক, ইকবাল হোসেন অপু, পরিচালক ইস্তাক আহমেদ শিমুল, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. শরীফ আশরাফউজ্জামান এবং কোম্পানি সচিব মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর পরিচালক (বিপণন) মীর আলী রেজা ও বিপিসির সচিব মো. নুরুল আমিন এবং বিপিসি ও মেঘনা পেট্রোলিয়াম লি. এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী।এ বার্ষিক সাধারণ সভায় উপস্থিত শেয়ারহোল্ডারসহ কোম্পানির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন ও কোম্পানির সাফল্য ও সমৃদ্ধির জন্য গঠনমূলক পরামর্শ প্রদান করেন। এছাড়াও শেয়ারহোল্ডাররা ২০১৪-২০১৫ হিসাব বছরে ২০৩.৪৭ কোটি টাকা করোত্তর মুনাফা অর্জন করায় এবং শেয়ার প্রতি আয় ১৮.৮০ টাকা হওয়ায় কোম্পানির পরিচালক পর্ষদ ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।সাধারণ সভায় পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. এম. বদরুদ্দোজা তার বক্তব্যে বলেন, ২০১৪-১৫ অর্থ বছরে বাংলাদেশে পেট্রোলিয়াম পণ্যের ব্যবহার হয়েছে ৫৩.৭৮ লক্ষ মেট্রিক টন যা বিগত বছরের ছিল ৫৪.৮৪ লক্ষ মেট্রিক টন। এর মধ্যে মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিক্রয়ের পরিমাণ ছিল ১৮.০৯ লক্ষ মে. টন জেট ফুয়েল ব্যতীত মেঘনা পেট্রোলিয়াম লি. এর বাজার অংশিদারিত্ব ছিল ৩৬.৯০ শতাংশ। বাজার অংশিদারিত্বের ক্ষেত্রে জ্বালানি সেক্টরে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর অবস্থান ১ম। প্রাইভেট পাওয়ার প্লান্ট কর্তৃক তাদের নিজস্ব ব্যবহারের জন্য সরাসরি আমদানি করার অনুমতি প্রদানের কারণে ২০১৪-১৫ অর্থ বছরে ফার্নেস অয়েলের বিক্রি ১৫৬১১৭ মে. টন হ্রাস পেয়েছে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, দেশে রাষ্ট্রায়ত্ব ৩টি জ্বালানি তেল বিপণন কোম্পানি রয়েছে। তার মধ্যে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জনবল অন্য দুই কোম্পানি হতে অনেক কম, কিন্ত দক্ষতা ও মেধা প্রয়োগের মাধ্যমে ২০১৪-১৫ অর্থ বছরে সর্বোচ্চ ১৪.৪০ হাজার কোটি টাকা টার্ন ওভার অর্জন করেছে।এ সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের জন্য ১০৫% ক্যাশ লভ্যাংশ ঘোষণা করা হয় এবং শেয়ার হোল্ডার পরিচালক মোহাম্মদী খানমের মেয়াদ শেষ হওয়ায় শেয়ার হোল্ডাররা গোপন ব্যালটের ম্যাধ্যমে এম মাসুদুর রহমানকে শেয়ার হোল্ডার পরিচালক হিসেবে নির্বাচিত করেন।-প্রেস বিজ্ঞপ্তিএসএইচএস/এবিএস